চিত্রনায়ক সোহেল চৌধুরীসহ কয়েকটি হত্যা ও অস্ত্র মামলার প্রধান আসামি হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক সরকার আব্বাসীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আবুজাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাময়িক বরখাস্তের বিষয়টি মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রবীর কুমার চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে গত ৩১ মার্চ থেকে ফারুক আব্বাসী জেলা পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেল হাজতে রয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ।