নেপথ্যে পরকীয়া ঃ ডুমুরিয়ায় চাঁদাবাজী মামলায় ২ মেম্বরসহ ৩জন গ্রেফতার

আপডেট: আগস্ট ১০, ২০২১
0
porokia

খুলনা ব্যুরো ঃ
কুয়েত প্রবাসির স্ত্রীর ঘরে রোববার রাতে আটক হওয়ার পর শালিশী বৈঠকে ৫ লক্ষ টাকা জরিমানা করায় থানায় মামলা করেছে ঘটনার নায়কের ভাই নিজামুল হক সরদার ওরফে মুকল। ডুমুরিয়ায় উপজেলার আন্দুলিয়া গ্রামের এ ঘটনায় স্থানীয় ২ মেম্বরসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।

এলাকাবাসি জানায়; ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া গ্রামের কুয়েত প্রবাসি আমিরুল ইসলাম গাজীর স্ত্রী তুবা বেগম (২৫) এর ঘরে যান রঘুনাথপুর গ্রামের একরামুল হক বকুল। রাত ৯টার দিকে ৪ সন্তানের জনক বকুল ও ২ সন্তানের জননী তুবা বেগমকে হাতে নাতে ধরে স্থানীয় জনগণ। পরে স্থানীয় মেম্বার গাজী মনিরুজ্জামান ও আব্দুল হক আকুঞ্জীসহ শত শত জনতার উপস্থিতিতে এক শালিশী বৈঠক বসে। রাত সাড়ে ১২টার দিকে উভয়ের অভিভাবকের কাছে তাদের হস্তান্তর করেন। পরে তুবার বাবার বাড়ি পুনরায় এক বৈঠকে তুবার ভবিষ্যতের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য করে বলে সূত্র জানায়।
ইউপি সদস্য গাজী মনিরুজ্জামান ঘটনার পরদিন সকালে বলেন; রোববার মসজিদ থেকে এশার নামাজ পড়ে জানতে পারলাম রঘুনাথপুর গ্রামের বকুল কুয়েত প্রবাসি আমিরুল গাজীর স্ত্রীর ঘরে ঢোকে। খাওয়ার পর ঘরের লাইট বন্ধ করে দেয়। পরে স্থানীয় জনগণ তাদের আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে ফেলে। আমরা বসাবসি করে দু’পক্ষের অভিভাবক ডেকে রাত সাড়ে ১২টার দিকে উভয়কে দিয়ে দিই।
ঘটনার পরদিন সকালে জরিমানার টাকা নিয়ে স্থানীয়রা তুবা বেগমের কাছে পৌঁছে দেয়। বিকেলে ঘটনার জের ধরে রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রে এক বৈঠকে ঐ টাকা উদ্ধারপূর্বক ২ মেম্বরসহ কয়েকজনকে পুলিশ থানায় নিয়ে যায়।
রঘুনাথপুর পলিশ তদন্ত কেন্দ্রে এসআই সিকদার এনায়েত বলেন; রঘুনাথপুর গ্রামের নিজামুল হক মুকুল বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখপূর্বক আরও ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তিদের নামে চাঁদাবাজী মামলা হয়েছে। মামলায় ইউপি সদস্য গাজী মনিরুজ্জামান(৫০), আব্দুল হক আকুঞ্জী (৫২) ও রাসেল গাজী (৩২) কে মঙ্গলবার চালান দেয়া হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের তৎপরতা রয়েছে।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন; থানায় চাঁদাবাজী মামলা হয়েছে। মামলঅ নং ৮/২১। ধারা ৩৪২/৩৮৫/৩৮৬/ ৩৮৭/৩৪ পিসি। মামলায় ২ মেম্বরসহ ৩ জনকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে।