নোয়াখালীতে এলজিইডি’র উদ্যোগে জাতীয় শুদ্ধাচার কৌশল পরিকল্পনা ও অংশীজন সভা অনুষ্ঠিত

আপডেট: জুন ৩, ২০২৩
0

আজাদ ভুঁইয়া, স্টাফ রিপোর্টার :

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যেগে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নোয়াখালীতে জাতীয় শুদ্ধাচার কৌশল পরিকল্পনা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

এলজিইডি নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী একরামুল হক এর সভাপতিত্বে কামরুল ইসলাম সিদ্দিক হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা, জেলা সিনিয়র প্রকৌশলী মোঃ আনোয়ার পারভেজ, বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলী হাফিজুল হক, সদর উপজেলা প্রকৌশলী আবুল মনছুর আহমেদ, সাংবাদিক আকবর হোসেন সোহাগ, সহকারী প্রকৌশলী এবিএম আসাদুজ্জামান, উপ সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, হিসাব রক্ষক হবিবুর রহমান মজুমদার প্রমুখ।

এই সময় জুম মিটিংয়ের মাধ্যমে ভার্চুয়ালী বিভিন্ন উপজেলা প্রকৌশলী, শিক্ষা কর্মকর্তা, ঠিকাদারগন অংশগ্রহণ করে বক্তব্য রাখেন। এ সময় কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ও মান উন্নয়ন নিয়ে আলোচনা হয় এবং জেলা নির্বাহী প্রকৌশলী বিভিন্ন উপজেলার কাজের মানের তদারকি ও খোঁজ খবর নেন। এই শুদ্ধাচার প্রোগ্রাম প্রতি তিন মাস পর অনুষ্ঠিত হয়।