আজাদ ভূ্ঁইয়া, স্টাফ রিপোর্টার :
গ্রেটার নোয়াখালীর প্রধান বানিজ্যিক নগরী
চৌমুহনী পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে মেয়র খালেদ সাইফূল্যাহ।
সকালে চৌমুহনী পৌরসভা কার্যালয়ে ৮৯ কোটি ৫৫ লাখ ৯ হাজার ৫১৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ খালেদ সাইফুল্লাহ।
পৌর মেয়র খালেদ সাইফুল্লাহ এর সভাপতিত্বে ও সচিব মুর্শিদা বেগমের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ১ সাহাব উদ্দিন কাজল, প্যানেল মেয়র ২ তাকিব উদ্দিন চৌধুরী রাকিব, কাউন্সিলর নূর ইসলাম বাবুল, আনোয়ার হোসেন, এনায়েত উল্লাহ চৌধুরী রানা, মোঃ আবদুল্লাহ আদর, আবুল কালাম আজাদ, মনজুর আলম মনজু, জেসমিন আক্তার, জাহানারা বেগম, হেলেন আক্তার,
নির্বাহী প্রকৌশলী জাকির হোসন, হিসাব রক্ষণ কর্মকর্তা জয়নুদ্দীন পাটোয়ারী সহ পৌরসভার সকল কাউন্সিলরগন এবং কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
পৌর মেযর খালেদ সাইফূল্যাহ, ঘোষিত এ বাজেটকে জনকল্যাণমুখী আখ্যায়িত করে বলন, এ বাজেট বাস্তবায়ন হলে চৌমুহনী পৌরসভা একটি আধুনিক ও মডেল পৌরসভয় উন্নীত হবে।
#