শুক্রবার সকাল ১১টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ব্যারিস্টার মওদুদ আহমদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিএনপি।
সাবেক উপ রাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রী, বরেণ্য রাজনীতিবিদ, খ্যাতিমান আইনজীবী ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য- ব্যারিস্টার মওদুদ আহমদ গত ১৬ মার্চ ২০২১, রোজ মঙ্গলবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। পরিবারে সদস্যরা মরহুম মওদুদ আহমদ এর মরাদেহ নিয়ে আজ বিকাল ৫:৪৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছাবেন। মরহুমের মরাদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রহণ করবেন বিএনপি মাহসচিব- মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতৃবৃন্দ।
মরহুম মওদুদ আহমদ এর নামাজে জানাজা ও শ্রদ্ধা নিবেদনের সময়সূচী :
১৯ মার্চ ২০২১, শুক্রবার ঃ মরহুমের মরাদেহ সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত জাতীয় শহীদ মিনারে
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।
ঃ সকাল ১০:৩০ মিনিটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
ঃ সকাল ১১ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের নামাজে জানাজা ও দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন।
ঃ ২:৩০ মিনিটে নোয়াখালীর কবিরহাট ডিগ্রি কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
ঃ বিকাল ৪ টায় বসুরহাট কোম্পানীগঞ্জ সরকারি মুজিব মহাবিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
ঃ বিকাল ৫:৩০ মিনিটে মরহুমের নিজ বাসভবনের (মানিকপুর কোম্পানিগঞ্জ) সামনে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক
কবরস্থানে, বাবা-মায়ের কবরের পাশে দাফন সম্পন্ন করা হবে।