পাথরঘাটা কোস্ট গার্ডের অভিযানে সামুদ্রিক মাছ ও নৌকাসহ ৩৭ জেলে আটক

আপডেট: মে ২৩, ২০২১
0

রোববার সকাল ৫টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান পাথরঘাটা কর্তৃক বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন বিষখালি নদীতে অভিযান পরিচালনা করে ৮০০ কেজি সামুদ্রিক মাছ, ০৩টি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ ৩৭ জন জেলেকে আটক করা হয়।

রবিবার (২৩ মে) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, পরবর্তীতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলেদের জরিমানা করা হয় এবং মাছগুলো নিলামে বিক্রি করা হয়।

উল্লেখ্য যে, মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষে গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সর্বমোট ৬৫ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সকল যান্ত্রিক ও অযান্ত্রিক নৌযান এবং বানিজ্যিক ট্রলার দিয়ে মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এ উপলক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের দায়িত্বাধীন সমুদ্র এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ মৎস্য সম্পদ সংরক্ষেণে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

মাওয়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১৫ লক্ষ গলদা রেনু পোনাসহ ৫ জন অসাধু ব্যবসায়ী আটক; মিনি ট্রাক জব্দ

অদ্য মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ড পদ্মাসেতু কম্পোজিট স্টেশান মাওয়া কর্তৃক অভিযান পরিচালনা করে শিমুলিয়া ২ নং ফেরিঘাট এলাকায় দুইটি মিনি ট্রাক থেকে ১৫ লক্ষ পিস গলদা রেনু পোনাসহ ৫ জন অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়।

রবিবার (২৩ মে) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় সন্দেহজনকভাবে দুইটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ৭৫ টি ছোট-বড় ড্রামে থাকা ১৫ লক্ষ পিস গলদা রেনু পোনাসহ ৫ জন অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত অসাধু ব্যবসায়ীরা হলো- (১) রিয়াজ(৪০), (২) জাহিদ(৫৫), (৩)মুরাদ উদ্দিন(৪৫), (৪)জহির(৪৫) এবং (৫)আবিদ(৪০)।

পরবর্তীতে জব্দকৃত মিনি ট্রাক ও আটককৃত অসাধু ব্যবসায়ীদের উপজেলা মৎস্য কর্মকর্তা নিকট হস্তান্তর করা হয় এবং রেনু পোনাগুলো পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ মৎস্য সম্পদ সংরক্ষেণে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।