স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, পুরুষশাসিত সমাজে আমাদের সুযোগ সুবিধা করে দিতে হবে। আমাদের হাঁটার পথটা তাদেরই করে দিতে হবে। এ মাস অত্যন্ত গৌরবের। আমি রাশিয়াতে গিয়েই প্রথম নারী দিবস সম্পর্কে জেনেছি। প্রতিদিনই আমাদের জন্য বিশ্ব নারী দিবস। তারা আমাদের জন্য সকল কাজ করছে। যে মা সন্তান জন্ম দিয়ে বড় করে তারা পিছিয়ে থাকতে চায় না। নারী মানেই যোদ্ধা।
আজ রবিবার (১৩ মার্চ) সকালে শহরের মর্গ্যান উচ্চ বালিকা বিদ্যালয়ে ভাষা সৈনিক মমতাজ বেগম মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
মেয়র বলেন, তার নামেই তার পরিচয়। আমার মায়ের নামও মমতাজ। যে বইটা মমতাজ বেগমের নামে লেখা হয়েছে তিনি আর নেই। আমি যতটুকু পেরেছি বইটির জন্য সহযোগিতা করেছি।
তিনি বলেন, স্কুলের মেয়েদের লেখাপড়ার প্রসারের জন্য মর্গ্যান সাহেব স্কুল করে দিয়েছিল। কিন্তু এ জায়গাটা দিয়েছিল পৌরসভা। হাইস্কুলসহ সকল স্কুলেই আমাদের নারায়ণগঞ্জ পৌরসভা জায়গা দিয়েছিল। আজকে সেইসব স্কুলের গভর্নিং বডিতে আমাদের কোন সদস্য থাকে না। এ কথাগুলো কেউ মনে রাখতে চায় না।
আমরা চাই এ স্কুলের মেয়েরা যেন এটা দেখে উৎসাহিত হয়। আমি এখানে বলেছিলাম, শুধু আমি কেন মেয়র হব। তোমরা কেন হবা না। তোমাদেরও এগিয়ে আসতে হবে। কেউ রাজনীতিতে আসতে চায় না কারণ রাজনীতিবিদদের প্রতি একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। তবে নতুনদেরও এগিয়ে আসতে হবে।
আমাদের সমাজে নারীদের পথ চলতে এত বাধা আসে, নারীরা পিছিয়ে যায়। প্রতিটা মানুষকে তার পথ যুদ্ধের মাধ্যমে তৈরি করতে হয়েছে।
আইভী বলেন, যতবার রুপা এখানে আসবে ততবার এই স্কলার দেখবে। এই একুশে পদক এমনি এমনি মমতাজ বেগমকে দেয়া হয়নি। আমি বলতে চাই আমাদের এ ড্রেসের সাথে আমাদের ব্যাক্তিত্ব এবং আদর্শ যেন থাকে। স্বামীর রোজগার যেন অবৈধ না হয় সেদিকে আমরা যেন সোচ্চার থাকি। এই অসততার কারনেই সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। সাহসী হওয়ার জন্য ন্যায়ের পথে থাকতে হবে। মমতাজ বেগম নিজের সংসারকে কম্প্রমাইজ করেছিল। তিনি ভুলে গিয়েছিল তার সংসার আছে। জননেত্রী শেখ হাসিনা সকলকে হারিয়ে আজকে নারীদের নিয়ে নারী জাগরণ সৃষ্টি করেছেন। সে কথা স্মরণ করে তোমরা এগিয়ে যাবে। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
এম আর কামাল
নারায়ণগঞ্জ
তারিখ ঃ ১৩-০৩-২০২২