নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায়টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শুরু হয়। এদিন সকাল থেকেই প্রেসক্লাব এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
সমাবেশকে কেন্দ্র করে সচিবালয় মোড়, কদম ফোয়ারা মোড়, পুরানো পল্টন মোড়, মৎস্য ভবন মোড়সহ প্রায় প্রতিটি মোড়েই চেকপোস্ট বসানো হয়েছে।
এ সময় অনেককেই তল্লাশি করতে দেখা গেছে। এতো বাধা-বিপত্তির কারণে বিএনপি ও এর অঙ্গসংগঠন অনেক নেতা কর্মী সমাবেশে আসতে পারেনি বলে অভিযোগ করেছে দলটির নেতারা।