প্রকাশ্যে এলো কারিনা -সাইফের দুই পুত্রের ছবি

আপডেট: আগস্ট ১৪, ২০২১
0

ইনস্টাগ্রামে গত এপ্রিলে ছোট ছেলের একটি ছবি পোস্ট করেন কারিনা কাপুর খান। ছবিতে দেখা যায়, ছোট সন্তানের দিকে তাকিয়ে রয়েছেন সাইফ আলী খান। বাবার পাশে বসে মায়াভরা দৃষ্টিতে ভাইকে দেখছে ছোট্ট তৈমুর। ব্যস এইটুকু, এর বেশি আর কিছু শেয়ার করেননি কারিনা-সাইফ ।

এই দম্পতি প্রথম থেকেই বদ্ধপরিকর ছিলেন সন্তানের মুখ এত তাড়াতাড়ি পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়তে দেবেন না। কারিনা পরিষ্কার জানিয়েছেন, তৈমুরের ক্ষেত্রে তিনি যে ‘ভুল’ করেছিলেন, এবার আর সেটা করতে চান না। তিনি চান, তাঁর সন্তানদের একটা স্বাভাবিক শৈশব।

ছেলের ছবি যেনতেনভাবে গণমাধ্যমে আসুক, চান না কারিনা। সময়মতো নিজেই ছেলের ছবি প্রকাশ করবেন বলে জানিয়েছেন।
সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের প্রথম ছেলে তৈমুর আলী খান সোশ্যাল মিডিয়ার অন্যতম তারকা। কিন্তু ছোট ভাই জেহকে ঠিক বিপরীতভাবে বড় করছেন সাইফিনা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখছেন তাঁকে। মাঝেমধ্যে ছবি দিলেও তাতে চেহারা বোঝা যায়নি।

সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের প্রথম ছেলে তৈমুর আলী খান সোশ্যাল মিডিয়ার অন্যতম তারকা। কিন্তু ছোট ভাই জেহকে ঠিক বিপরীতভাবে বড় করছেন সাইফিনা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখছেন তাঁকে। মাঝেমধ্যে ছবি দিলেও তাতে চেহারা বোঝা যায়নি।

কিন্তু বলিউড পাপারাজ্জিরা বসে নেই। তাঁদের ‘কল্যাণে’ অবশেষে প্রকাশ্যে এসেছে কারিনা কাপুরের দ্বিতীয় সন্তান জেহর মুখ। গতকাল শুক্রবার পরিবারের সবাইকে নিয়ে সাইফ আলী রণধীর কাপুরের বাড়িতে বেড়াতে যান। গাড়িতে ওঠা–নামার সময় সাইফের কোলেই ছিল জেহ। গাড়ির ভেতর সম্ভবত ছিল ন্যানির কোলে। তখনই গাড়ির বাইরে থেকে জেহকে ক্যামেরায় বন্দী করেন পাপারাজ্জিরা।

যথারীতি ভাইরাল সে ছবি। পাপারাজ্জিদের সেই ছবি নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ। একদল আবিষ্কার করেছেন, শিশু জেহর সঙ্গে হুবহু কারিনা কাপুরের ছোটবেলার মিল। যেন কারিনার মুখটা বসা জেহর মুখে। কেউ কেউ দুজনের ছবি পাশাপাশি কোলাজ করে দিয়ে লিখেছেন, এ তো কারিনা কাপুরের কার্বন কপি

সাইফ-কারিনা দ্বিতীয় সন্তানের নাম রেখেছেন জাহাঙ্গীর আলী খান। কারিনার নিজের লেখা বইতে এই নামই স্পষ্ট করেছেন। অমনি হইচই করে ওঠেন নেট নাগরিকেরা। এ নামকরণ নিয়ে ট্রল ও সমালোচনার শিকার হন সাইফ–কারিনা দম্পতি।

নেট নাগরিকদের কথা, কেন কারিনা ও সাইফ ছেলের নাম সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে মিলিয়ে রেখেছেন! কেউ কেউ এমনও বলছেন, ‘আওরঙ্গজেব রাখতে পারলেন না!’ কেউ লিখেছেন ‘মোগল সম্রাটদের নিয়ে টিম বানানোর চেষ্টায় আছেন দম্পতি।’ একের পর এক কুৎসিত মন্তব্যে ভরে যায় সামাজিক যোগাযোগমাধ্যম।

শেষমেশ পুরোনো নামেই ফিরে গেলেন কারিনা। সোমবার করণ জোহরের ইনস্টাগ্রাম লাইভে জানালেন, জেহই তাঁর ছেলের নাম। ২০১২ সালের অক্টোবরে বিয়ে করেন সাইফ ও কারিনা।