প্রেসক্লাবে সমাবেশে বাধা : আহত ইশরাকসহ বিএনপির নেতাকর্মী
সকাল থেকে জনতার ঢল দেখে প্রথমেই মিছিলে বাধা দেয় পুলিশ। এরপর বার বার পুলিশের সঙ্গে বাক-বিতন্ডাা, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটতেই থাকে। এক পর্যায়ে দুপরে সমাবেশ মহাসমুদ্রে পরিণত হলে সমাবেশে লাঠির্চাজ করে পুলিশ। এ সময় সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেনসহ কয়েকজন গুরুতর জখম হয়।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর বীর উত্তম খেতাব বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশের প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্যের শেষের দিকে পুলিশি হামলায় বিএনপির প্রতিবাদ সমাবেশটি পণ্ড হয়।
এসময় ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাকসহ অর্ধশত নেতাকর্মী আহত হন।