পড়ে গিয়ে হাড় ভাঙলো প্রকাশ রাজের ,হবে অস্ত্রোপচার

আপডেট: আগস্ট ১১, ২০২১
0

হঠাৎ পড়ে গিয়ে আহত খ্যাতনামা দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj)। যার জেরে অভিনেতার হাড় ভেঙেছে। অস্ত্রোপচারও করতে হবে প্রকাশকে। মঙ্গলবার টুইটারে নিজেই সেকথা ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।

অভিনেতা জানান, পড়ে যাওয়ার ফলে হাড়ে সামান্য চিড় ধরলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে অপারেশন করতে হবে। যার জন্য ইতিমধ্যেই হায়দরাবাদের উদ্দেশে উড়ে গিয়েছেন প্রকাশ রাজ। সেখানকারই এক বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসক বন্ধু গুরুভারেড্ডির তত্ত্বাবধানে অস্ত্রোপচার হবে।

যদিও সেই হাসপাতালের নামোল্লেখ করেননি অভিনেতা। তবে এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই চিন্তিত প্রকাশের অনুরাগীরা। তিনি যদিও তাঁদের আর্জি জানিয়ে টুইটে লিখেছেন, “চিন্তার কোনও কারণ নেই। শুধু আমার জন্য প্রার্থনা করবেন।”