শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিঃ ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত চলমান আগ্রাসনের প্রতিবাদে সৈয়দপুর আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করা হয়েছে। নীলফামারীর সৈয়দপুরে শুক্রবার (২১ মে) জুমআ’র নামাজের পরে শহরের শহীদ ডাঃ জিকরুল হক রোডে খোরাক হোটেলের সামেন অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত জেলা শাখার সহ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী মিজবাহী।
এ সময় আরো বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব গুলজার আশরাফী, আলহাজ্ব জুবায়ের আলম, আহলে সুন্নাত ওয়াল জামাআত সৈয়দপুর থানা শাখার সভাপতি শফি রেজা, সাধারণ সম্পাদক খালিদ আজম আশরাফী, থানা শাখার সাংগঠনিক সম্পাদক নাদিম আশরাফী, রাকিব খান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন আকতার, ১১নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, আহেল সুন্নাত ওয়াল জামাআতের উপদেষ্টা মোস্তফা ফিরোজ, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, প্রমুখ।
শামসুদ্দিন আশরাফীর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আমেরিকার মদদে মুসলিম দেশ ফিলিস্তিনির উপর বর্বরোচিত হামলা করছে। মুসলিম দেশ ছাড়া অন্য কোন দেশ ইসরায়েলের বিরুদ্ধে কোন কথা বলছে না। অতিবিলম্বে ফিলিস্তিনে ইজরাইলি আগ্রাসন বন্ধ করতে হবে। সকল মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে।