বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নতুন প্রজন্মের সাহস ও অনুপ্রেরণার সারথী– সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি

আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২১
0

খুলনা ব্যুরো ঃ
সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন; বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সাহস ও অনুপ্রেরণার সারথী হিসেবে কাজ করবে। একদিন তারাই জাতির জনকের সোনার বাংলাকে বিশে^র বুকে উজ্জ্বল ভাস্কর হিসেবে তুলে ধরবে। তিনি আর আরও বলেন, যখন বঙ্গবন্ধুর ভাষণ শুনি তখন আমরা উজ্জ্বীবিত হই এবং নতুন উদ্যমে এগিয়ে চলার অনুপ্রেরণা পাই।

তিনি আজ সকালে (বৃহস্পতিবার) ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের স্কুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মাধ্যমে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করণের লক্ষ্যে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে মাধ্যমিক পর্যায়ের ১৪টি ইউনিয়নের ১৪টি এবং প্রাথমিক পর্যায়ের ৮টি ক্লাস্টারের সেরা ৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর সাজে প্রতিযোগিতায় অংশ নেয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ বলেন; প্রতিযোগিতায় শাহপুর মাধ্যমিক বিদ্যালয় ১ম, ডুমুরিয়া সরকারী বালিকা বিদ্যালয় ২য় এবং সাহস নোয়াকাটি মাধ্যমিক বিদ্যালয় ৩য় স্থান অধিকার করে। অপরদিকে প্রাথমিক পর্যায়ে বেতাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ১ম, কাটেঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় ২য় এবং গুটুদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩য় স্থান অধিকার করে।
খুলনা জেলা প্রশাসনের নির্দেশনায় অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ^াস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিকদার আতিকুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বদরুল আলম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল, সহকারী প্রোগ্রামার (ব্যানবেইস) বিল্লাল হুসাইন, একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিকসহ অংশগ্রহণকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
–আনোয়ার হোসেন আকুঞ্জী