বঙ্গবন্ধু ও শহীদ জিয়াকে রেখে সাড়ে ৪৭ হাজার মুক্তিযোদ্ধার প্রথম তালিকা প্রকাশ

আপডেট: মার্চ ২৫, ২০২১
0

ডয়চে ভেলে :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও জিয়াউর রহমানসহ এক লাখ ৪৭ হাজার ৫৩৭ জন মুক্তিযোদ্ধার প্রথম তালিকা প্রকাশ করেছে সরকার৷ তালিকায় ১৯১ জন শহীদ বুদ্ধিজীবীর নামও রয়েছে৷

বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মুক্তিযোদ্ধাদের এই তালিকা প্রকাশ করেন৷ তালিকায় জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের পাশাপাশি খন্দকার মোশতাক আহমেদের নামও রয়েছে৷

তবে মন্ত্রী জানিয়েছেন, তালিকায় তাদের নামের পাশে মুক্তিযুদ্ধ পরবর্তি ‘অপকর্ম’ সম্পর্কে বিস্তারিত তথ্য লেখা থাকবে৷

মোজাম্মেল হক বলেন, ‘‘প্রথম পর্যায়ে একলাখ ৪৭ হাজার ৫৩৭ জনের তালিকা প্রকাশ করেছে সরকার৷ জুনের মধ্যে মুক্তিযোদ্ধাদের সম্পূর্ণ ও চূড়ান্ত তালিকা প্রকাশ করা সম্ভব হবে৷’’

মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও এই তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি৷

তালিকায় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মোশতাক ও জিয়ার নাম থাকার বিষয়ে মন্ত্রী বলেন, ‘‘তাদের খেতাব বাতিল করা হয়েছে৷ কিন্তু তারা তো মুক্তিযুদ্ধ করেছেন৷ তারা যুদ্ধ করেননি- এটা তো বলতে পারবো না৷ তা হলে তো ইতিহাসের বিকৃতি হবে৷’’

‘‘যদি বলি জিয়াউর রহমান যুদ্ধ করেনি- এটা তো ঠিক হলো না৷ সে তো সেক্টর কমান্ডার ছিল, যুদ্ধ করেছে৷ পরবর্তীকালে কী কাজ করেছেন- এটার শাস্তি হতে পারে৷’’

বঙ্গবন্ধু হত্যাসহ তাদের ‘অপকর্ম বা চেতনাবিরোধী’ কাজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘সেজন্য মুক্তিযোদ্ধা হিসেবে যেসব সুবিধা তারা পেয়েছেন, যেগুলো বাতিলযোগ্য, সেগুলো বাতিল করা হয়েছে৷’’