গাজীপুর সংবাদদাতাঃ
টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার পক্ষ থেকে বন্যার্তদের মাঝে রোববার ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন ও টাঙ্গাইল জেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের প্রধান উপদেষ্টা আহসান হাবীব মাসুদ। আরো উপস্থিত ছিলেন, টঙ্গী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাহাতাব উদ্দিন, মাদ্রাসার ছাত্র প্রতিনিধি মেজবাহুল হাসান, মো. মিনহাজ প্রমুখ।
ত্রাণসামগ্রী বিতরণকালে মাওলানা যাইনুল আবেদীন বলেন, তা’মীরুল মিল্লাত দুর্যোগকালীন সময়ে সবসময় গরীব দুঃখীদের পাশে ছিলো এবং সব সময় পাশে থাকবে। তিনি বানবাসি মানুষকে সব সময় মহান আল্লাহর উপর ভরসা রাখতে বলেন। এসময় টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার গোবিন্দাসি ইউনিয়নের গাবসারা চরের প্রায় এক হাজার বানবাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর।
২৬-০৬-২০২২ ইং