বহু পূর্ব থেকেই বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা লালন করে আসছে — জিএমপি কমিশনার

আপডেট: অক্টোবর ১২, ২০২১
0

গাজীপুর সংবাদদাতাঃ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির বলেছেন, বহু পূর্ব থেকেই বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা লালন করে আসছে। বাঙালী চেতনায় মূর্মমূল যে অসাম্প্রদায়িকতা ও উদার ধর্ম বিশ্বাস বিরাজ করছে তা ধারণ ও আরো পরিপুষ্টি করার দায়িত্ব আমাদের সকলের।
তিনি মঙ্গলবার বিকালে গাজীপুর শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে সমবেত ভক্ত ও দর্শনার্থীসহ সকলের উদ্দেশ্যে এসব কথা বলেন।
সোমবার থেকে শুরু হওয়া পঁাচদিন ব্যাপী দূর্গোৎসবের মহাসপ্তমী দিনে পুলিশ কমিশনার মহানগরীর কেন্দ্রীয় পূজামন্ডপ কৃপাময়ী কালীমন্দির, ইন্দ্রেশ্বর শিবমন্দির পরিদর্শন করেন। গাজীপুরে এবার মোট ৪১১টি পূজা মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
পরিদর্শনকালে তার সঙ্গে অতিরিক্ত পুলিশ কমিশনার বরকত উল্লাহ, উপ কমিশনার উত্তর (অপরাধ) জাকির হাসান, উপ-কমিশনার (এসবি) হুমায়ুন কবীর, উপ-কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন, সদর থানার ওসি মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক মুকুল কুমার মল্লিক, মুজিবুর রহমান, মন্দির কমিটির সভাপতি নিখিল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সঞ্চিত মল্লিক বাবু প্রুখ উপস্থিত ছিলেন।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর
তারিখঃ ১২-১০-২০২১ইং