বাংলাক্রাফট এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট: মার্চ ২৩, ২০২১
0
বাংলাক্রাফট এর বার্ষিক সাধারণ সভা

প্রেস বিজ্ঞপ্তি:

গত ২১ মার্চ (রোজ রবিবার) ২০২১ উইমেনস্ ভলান্ট্যারি এসোসিয়েশন (ডব্লিউভিএ) ঢাকা- এ, বাংলাদেশ হস্তশিল্প প্রত্তুতকারক ও রপ্তানীকারক সমিতি (বাংলাক্রাফ্ট) এর ৩৮ তম বার্ষিক সাধারণ সভা, সভাপতি জনাব গোলাম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বিগত বছরের কর্মকান্ড সদস্যগনের সামনে উপস্থাপন করা হয়। উক্ত সভায় সম্মানিত নির্বাহী সদস্যগন ও সমিতির অন্যান্য সম্মানিত সদস্যগন উপস্থিত ছিলেন।