বাংলাদেশে আল জাজিরা বন্ধে রাষ্ট্রপক্ষ শুনানী করবে আজ

আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২১
0

বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধে রাষ্ট্রপক্ষ শুনানী করবে আজ বুধবার। এর আগে গত ১৫ ফেব্রুয়ারী ৬ অ্যামিকাস কিউরির শুনানীতে তারা সম্প্রচার বন্ধের সিদ্ধান্তে ব্যাপারে তাদের মতামত তুলে ধরেন।

এরই ধারাবাহিকতায় আজ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনের শুনানি উপস্থাপনের জন্য দিন ধার্য করেন আদালত। শুনানি শেষে আদেশের জন্য দিন ধার্য করবেন হাইকোর্ট।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি আল জাজিরার সম্প্রচার বন্ধ এবং ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেনস’ প্রতিবেদনটি ফেসবুক ও ইউটিউব থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এনামুল কবির ইমন এ রিট দায়ের করেন। রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও প্রযুক্তি সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।