বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন মুহম্মদ নূরুল হুদা।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো: অলিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য বাংলা একাডেমির মহাপরিচালক পদে মুহম্মদ নূরুল হুদাকে নিয়োগ দেয়া হলো।
এতে আরো উল্লেখ করা হয়, বাংলা একাডেমির আইন, ২০১৩ এর ধারা -২৬(২) এবং ২৬(৩) অনুযায়ী কবি, ঔপন্যাসিক ও সাহিত্যিক মুহম্মদ নূরুল হুদাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম সম্পর্ক ত্যাগের শর্তে এই নিয়োগ দেয়া হয়েছে।
সূত্র : বাসস