বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও বর্তমান সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে ডিএনসিসির মেয়র মোঃ আতিকুল ইসলামর শোক

আপডেট: এপ্রিল ১৪, ২০২১
0

ঢাকাঃ ১৪ এপ্রিল, ২০২১ খ্রিষ্টাব্দ; রোজ- বুধবার:

বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও বর্তমান সভাপতি, একুশে পদকপ্রাপ্ত লেখক, লোক সংস্কৃতি ও পল্লীসাহিত্য গবেষক, অধ্যাপক শামসুজ্জামান খান
এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম।

অধ্যাপক শামসুজ্জামান খান আজ ১৪/০৪/২০২১ খ্রিস্টাব্দ তারিখ রোজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

আজ এক শোকবার্তায় ডিএনসিসির মেয়র মোঃ আতিকুল ইসলাম জানান, একুশে পদক ছাড়াও বাংলা একাডেমি পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, অগ্রণী ব্যাংক পুরস্কার, কালুশাহ পুরস্কার, দীনেশচন্দ্র সেন ফোকলোর পুরস্কার,শহীদ সোহরাওয়ার্দী জাতীয় গবেষণা পুরস্কারসহ নানা পুরস্কারে ভূষিত অধ্যাপক শামসুজ্জামান খান বাংলা সাহিত্যে যে অসামান্য অবদান রেখে গেছেন তা বাংলার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশ ও জাতি তাঁকে গভীর শ্রদ্ধা, ভালবাসা ও কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করবে চিরকাল।

ডিএনসিসির মেয়র মরহুমের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।