বাউবি’তে বার্ষিক কর্মসম্পাদন কৌশল প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

আপডেট: জুন ২০, ২০২১
0

গাজীপুর প্রতিনিধিঃ বিশ্ববিদ্যালয় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মূল ক্যম্পাসে রবিবার দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২১-২০২২ প্রণয়নে অংশীজনকে নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. নাসিম বানু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকালে এ কর্মশালার উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম এর সভাপতিত্বে সেমিনার হলে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল। দিনব্যাপী এ কর্মশালায় ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বাউবি’র প্রস্তাবিত কার্যক্রম আগামী ৩ (তিন) বছরের কর্ম পরিকল্পনার প্রক্ষেপণ নিয়ে আলোচনা হয়।

ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. নাসিম বানু বলেন, চ্যালেঞ্জ মোকাবেলা করে বার্ষিক কর্ম সম্পাদনের চুক্তি অনুযায়ী সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব এ জন্য নির্দিষ্ট ছকে বিজ্ঞানসম্মতভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

কর্মশালায় বাউবি’র ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল। তিনি বলেন, হলিষ্টিক এপ্রোচে এপিএ বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ে উন্নয়নের কার্যক্রম ও শিক্ষা ব্যবস্থাপনা বিষয়ে আলোচনায় অংশ নেন ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক রানা হামিদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান উকিল, স্কুল অব এডুকেশনের ডিন অধ্যাপক সুফিয়া বেগম। কর্মশালায় রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম এপিএ কার্যক্রম সম্পর্কে বিশদ আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের ৬টি স্কুলের ডিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম, পরিচালকগণ, এপিএ কোর কমিটি, নৈতিকতা কমিটি, শুদ্ধাচার কমিটি, ইনোভিশন টিম ও এপিএ টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন।