জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ বাগেরহাট জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাওলাদার আফজাল হোসেন গতকাল ১৯ মার্চ ২০২১ রাত সাড়ে ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় বাগেরহাটের মুন্সিগঞ্জে ইন্তেকাল করেন (ইন্না…..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেনের নামাযে জানাজা আজ ২০ মার্চ ২০২১ শনিবার দুপুর ২ টায় বাগেরহাটস্থ নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জেলা পুলিশের একটি চৌকশ দল বীর মুক্তিযোদ্ধা আফজাল হাওলাদারকে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন।
জাসদের শোক
জাতীয় সমাজাতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ শনিবার ২০ মার্চ ২০২১ এক শোক বার্তায় বাগেরহাট জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবার-স্বজন-সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।