বানারীপাড়ার বাইশারীতে আওয়ামী লীগ প্রার্থীকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থন

আপডেট: জুন ২০, ২০২১
0

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ার বাইশারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তীকে সমর্থন দিয়ে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মিন্টু প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। ১৯ জুন শনিবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে সালাউদ্দিন মিন্টু আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ প্রার্থী শ্যামল চক্রবর্তীকে সমর্থন জানিয়ে প্রার্থী থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পরে তিনি নৌকা প্রতীকে ভোট চেয়ে বাইশারী বাজারে গণসংযোগে অংশগ্রহণ করেন। এসময় জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শ্যামল চক্রবর্তী,উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক লায়ন শাকিল আহম্মেদ খান, সদস্য সেলিম বেপারী,আওয়ামী লীগ নেতা খাইরুল হাসান মাল,বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম সরদার,ভারপ্রাপ্ত সম্পাদক লুৎফর রহমান পারভেজ,উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক কামাল হোসেন বিপ্লব,ইউনিয়ন যুবলীগের আহবায়ক জিয়াউদ্দিন জুয়েল ফকির,যুগ্ম আহবায়ক সেলিম হাসান,পৌর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি প্রভাষক মামুন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
###
রাহাদ সুমন,বানারীপাড়া