রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় আইন শৃঙ্খলা সমুন্নত রেখে পৌরসভা নির্বাচন অবাধ,নিরপেক্ষ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষে মেয়র,কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় বানারীপাড়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) নাইম-উল হক।
বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী পুলিশ সুপার( উজিরপুর সার্কেল) আবু জাফর মোহাম্মদ রহমতউল্লাহ। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,বিএনপি মনোনীত প্রার্থী রিয়াজ মৃধা,স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মিন্টু,কাউন্সিলর প্রার্থী ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ। প্রসঙ্গত আগামী ১৪ ফেব্রুয়ারী বানারীপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।###