বানারীপাড়ায় বাইশারী ইউপির মহিলা মেম্বার প্রার্থী আমেনা জনপ্রিয়তায় এগিয়ে..

আপডেট: জুন ১৯, ২০২১
0

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় আসন্ন ৬নং বাইশারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭, ৮, ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী সমাজসেবক আমেনা বেগম প্রতিদ্বন্দ্বি চারজন প্রার্থীর মধ্যে জনপ্রিয়তায় বেশ এগিয়ে রয়েছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে। তারুণ্যের আহংকার আমেনা বেগম এবারই প্রথম নির্বাচনী মাঠে নেমেছেন। তিনি নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে কী কী করবেন তার নানা ফিরিস্তি ভোটারদের সামনে তুলে ধরছেন। তার নির্বাচনী প্রতীক “সূর্যমুখী ফুল”-এ ভোট প্রার্থনা করে তিনি প্রতিদিন কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। ভোটাররাও এমন স্মার্ট ও শিক্ষিতা প্রার্থীকে কাছে পেয়ে তাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। আমেনা বেগমের বাড়ি বাইশারী ইউনিয়নের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী বাইশারী গ্রামেই। এখানকার প্রতিটি মানুষ ও জনপদ তার চেনাজানা। এ প্রসঙ্গে সদা হাস্যময়ী,মিষ্ঠভাষী ও সদালাপী আমেনা বেগম বলেন, আমি জনগণের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত হয়ে নির্বাচনে বিজয়ী হতে পারলে ৭, ৮ ও ৯ ওয়ার্ডকে ইভটিজিং, বাল্যবিয়ে, নারী নির্যাতন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আলোতিক এলাকায় রূপান্তর করবো ইনশাল্লাহ্। ###
রাহাদ সুমন,বানারীপাড়া
তারিখ.১৯-০৬-২০২১ইং