বানারীপাড়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবসে সেমিনার অনুষ্ঠিত

আপডেট: মার্চ ১৫, ২০২২
0

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৫ মার্চ ) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় ব্যবসায়ীসহ নানা শ্রেণী-পেশার নেতৃবৃন্দদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহার সভাপতিত্বে ও সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. জাফর আহম্মেদ,বানারীপাড়া পৌর আওয়ামী লীগ ও বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুব্রত লাল কুন্ডু,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,ব্যবসায়ী উজ্জ্বল কুন্ডু,শফিকুল ইসলাম রিপন,পঙ্কজ বনিক,সুধীর রায়,কালু বেপারী প্রমূখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল-আমিন,উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখী,বন কর্মকর্তা তাহেরুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম সরদার,উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক এস.মিজানুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমূখ। সেমিনারে বক্তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করে বাজার সিস্থিশীল রাখতে নানা যুক্তি,পরিকল্পনা ও প্রস্তাবনা তুলে ধরেন। ###
রাহাদ সুমন,বানারীপাড়া
তারিখ.১৫-০৩-২০২২ইং