রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বাঙ্গালীর শোকের মাস আগস্ট। এ শোকের মাস উপলক্ষে বরিশালের বানারীপাড়ায় উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে ‘তুমিই বাংলাদেশ হে পিতা’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদার সভাপতিত্বে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব গোলাম ফারুক, পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. খোরশেদ আলম সেলিম ও বিশিষ্ট কথা সাহিত্যিক মো. রুহুল আমিন চৌধুরী প্রমুখ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মনিরুল ইসলাম মিঠু হাজারী। উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মু. মুন তাকিম লস্কর কায়েস ও সুমম রায় সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় কথা বলেন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাস্টার রুহুল আমিন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন, সাবেক যুগ্ম-আহবায়ক জাকির হোসেন সরদার ও ফারুক বেপারী,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুবলীগ নেতা সুজন মোল্লা, বাইশারী ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ, যুবলীগ নেতা শেখ মহিম, সদর ইউপির যুবলীগের আহবায়ক ফারুক ঘরামী, যুবলীগ নেতা মশিউর রহমান সুমন, মহসিন রেজা, সৈয়দ সোহেল, সৈয়দকাঠি ইউপির ছাত্রলীগের সাবেক আহবায়ক যুবলীগ নেতা রাজু আহম্মেদ, যুবলীগ নেতা মহসিন হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মমিনুল কবির মিঠুন, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল, ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকী, ফজলে রাব্বি প্রমুখ। এ সময় বক্তারা বলেন শোক হবে শক্তি। সেই শক্তিকে সাহসে রূপান্তর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হাতে হাত রেখে একসাথে এগিয়ে যেতে হবে । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন আশরাফি, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শিক্ষক হায়দার আলী, আওয়ামী লীগ নেতা রিপন বনিক, যুবলীগ নেতা তপু খান, তপু তালুকদার, সিরাজুল ইসলাম মিঠু, ঢাকা উত্তর সিটি ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সাবেক যুগ্ম-আহবায়ক সাইফুর রহমান রাসেল, সদস্য রাসেল বখশ, ছাত্রলীগ নেতা মনির হোসেন, হৃদয় সাহা, প্রসেনজিৎ বড়াল প্রমূখ। আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া- মোনাজাত অনুষ্ঠিত হয়। ###