বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ডুবে পঞ্চম শ্রেনী’র ছাত্রী নিখোঁজ

আপডেট: মার্চ ১৮, ২০২১
0

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:-

বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের কালিরবাজারে সন্ধ্যানদীতে গোসল করতে নেমে সুমি (১২) নামের পঞ্চম শ্রেনীর এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। ১৭ মার্চ বুধবার
দুপর ১টার দিকে সুমিসহ দুই শিশু নদীতে গোসল করতে নেমে সাঁতার না জানায় ঢেউয়ের তোড়ে পড়ে। এসময় শিশু নয়ন মন্ডলকে (৮)
স্থানীয়রা জীবিত উদ্ধার করতে পারলেও সুমি পানিতে ডুবে যায়। গত ৮ ঘন্টায়ও ( এ রিপোর্ট লেখা পর্যন্ত বুধবার রাত ৯টা) তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন জানান, ডুবে যাওয়ার খবর পেয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় পুলিশ টিমকে ঘটনাস্থলে পাঠায়, তবে নদীতে জোয়ার থাকায় বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরী টিম সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার চেস্টা করেও মেয়েটিকে খুঁজে পায়নি। ডুবে যাওয়া শিশুটির বাবার নাম সুমন তালুকদার। উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে তাদের বাড়ি হলেও তারা সপরিবারে ঢাকায় বসবাস করে। নানাবাড়ি বেড়াতে এসে বাড়ি সংলগ্ন কালিবাজার সন্ধ্যানদীতে গোসল করতে নামলে এই দূর্ঘটনা ঘটে।