বালাগঞ্জ(সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের বালাগঞ্জ উপজেলার ২নং বোয়ালজুর ইউনিয়নের সর্বস্থরের যুব সমাজকে নিয়ে ইসলামী সমাজসেবা মূলক সংগঠন ‘আলোর পরশ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ’-র আত্মপ্রকাশ হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (৩০মার্চ) দুপুরে অস্থায়ী কার্যালয় স্থানীয় কালীবাড়ি বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা জাকির হুসাইনের সভাপতিত্বে ও হাফিজ মাছুম আহমদের পরিচালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে দীর্ঘ আলোচনা সভা শেষে বাদে হস্থিদূর গ্রামের হাফিজ আব্দুল হাকিমকে সভাপতি, সোনাপুর গ্রামের আতাউর রহমান কাওছারকে সাধারণ সম্পাদক, মাখরশী গ্রামের মো. আতিকুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, চাইন্দারপাড়া গ্রামের হাফিজ মাছুম আহমদকে অর্থ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাও. জাকির হুসাইন, সহ-সভাপতি মাও. ফেরদাউস আলী, সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মাছুম, সহ সাংগঠনিক সম্পাদক মো. দেলওয়ার হুসেন, ত্রাণ ও দূযোর্গ ব্যাবস্থাপনা সম্পাদক মুজাহিদুল ইসলাম,প্রচার সম্পাদক মুকসেদুর রহমান ইমরান , সহ প্রচার সম্পাদক লুৎফুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক, নোমান আহমদ, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজুয়ান আহমেদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আনাছ আহমদ চৌধুরী, সহ সমাজ কল্যাণ সম্পাদক হা. ছালেহ আহমদ, পাঠাগার সম্পাদক এস. আই. সুজন, শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক মামুনুর রশীদ মামুন, প্রশিক্ষণ সম্পাদক শুয়াইবুর রহমান, পরিকল্পনা সম্পাদক জাহাঙ্গীর আলম, , নির্বাহী সদস্য হাফিজ লিয়াকত আলী, বেলাল আহমেদ, রিপন গাজী, জাহাংগীর মিয়া, জুনেদ আহমদ মিসলু ও আ. মজিদ।
আলোর পরশ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হাফিজ মাও. আব্দুল হাকিম জানান, একঝাঁক ইসলাম প্রেমি মানুষ নিয়ে ঐক্য, শিক্ষা, সেবা, সংস্কৃতি, উন্নয়নের কার্যক্রম চলমান রাখতে ‘আলোর পরশ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ’ নামে সংগঠনের যাত্রা শুরু করেছি। তাই সকলের সহযোগিতা ও দোয়া নিয়ে কাজ করতে চাই।