ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে পড়ে আদল (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আদল উপজেলার খামার আন্ধারীঝাড় গ্রামের রাসেল মাহমুদের পুত্র।
পরিবার ও এলাকাবাসী জানায়, শনিবার (১৯ মার্চ) দুপুর বিকেলের দিকে শিশু আদল খেলার জন্য বাইরে যায়।সন্ধ্যা পেরিয়ে গেলেও শিশুটি বাড়িতে না আসায় তার বাবা মা তাকে খোঁজতে থাকে। খোজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশে গর্তে থাকা পানিতে শিশুটিকে পড়ে থাকতে দেখতে পায়।
পরে বাড়ির লোকজন দ্রুত তাকে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের পক্ষ থেকে লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
###
আমিনুর রহমান বাবু
০১৭১৬২৫৬৫৩২
২০/০৩/২২