বিএনপির কেন্দ্রীয় নেতাদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট: এপ্রিল ৪, ২০২১
0

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ ভয়াল কোভিড-১৯ করোনা ভাইরাস এবং অন্যান্য রোগে আক্রান্ত হয়ে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, এ্যাডভোকেট আহমদ আযম খান, বিএনপি চেয়ারপার্সনে উপদেষ্টা কাউন্সিলের সদস্য গাজী মাজহারুল আনোয়ার, সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ সারাদেশের নেতাকর্মী ও দেশের মানুষ যারা অসুস্থ অবস্থায় আছেন তাঁদের সুস্থতা কামনা করে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ৪ এপ্রিল রবিবার বাদ জোহর রাজধানীর নয়াপল্টনস্থ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বিএনপির নেতাকর্মীসহ কয়েক শত মুসুল্লি শরীক হন।