অংশীজনদের মতামত, প্রস্তাবনা ও দাবি উপেক্ষা করে একগুঁয়ে মনোভাব নিয়ে তড়িঘড়ি করে সাইবার নিরাপত্তা আইন সংসদে পাশের ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের নামে প্রহসনের আশ্রয় নিয়ে করা নতুন সাইবার নিরাপত্তা আইনে নিবর্তনমূলক ধারাগুলো বহাল রেখে মূলত আন্তর্জাতিক সম্প্রদায়কে ধোঁকা দেওয়ার অপপ্রয়াস চালানো হয়েছে বলেই মনে করে বিএফইউজে।
আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন বুধবার সংসদে পাশকৃত সাইবার নিরাপত্তা আইন প্রত্যাখ্যান করে বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই সাইবার নিরাপত্তা আইনও দেশে স্বাধীন সাংবাদিকতা, মুক্তবুদ্ধির চর্চা এবং মতপ্রকাশ ও চিন্তার স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে। ভীতির পরিবেশ আগের মতোই বিরাজমান থাকবে। কারণ, পরোয়ানা ছাড়া যে কোন স্থাপনায় হানা দিয়ে তল্লাশি, জব্দ ও গ্রেফতারের পুলিশী ক্ষমতা যেমন বহাল রাখা হয়েছে, তেমনি ডিজিটাল আইনের যেসব ধারা অপব্যবহার করে বিগত ৫ বছর হাজারো নাগরিককে শায়েস্তা করা হয়েছে তার সবই সাইবার আইনে জুড়ে দেওয়া হয়েছে।
বিএফইউজে নেতৃদ্বয় সংগঠনের পক্ষ থেকে দেওয়া বেশিরভাগ প্রস্তাবনা আমলে না নেওয়া অত্যন্ত দু:খজনক ও পরিতাপের বলে উল্লেখ করেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি আইনটিতে সম্মতি না দিয়ে সংসদে ফেরত পাঠাবেন এবং অংশীজনদের মতামতের প্রতিফলন ঘটানোর উদ্যোগ নেবেন।