বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অভিযানে একজন পাচারকারী সহ ১২,২৮,৫০০/- টাকা মূল্যের ১১ কেজি ৭০০ গ্রাম ভারতীয় রৌপ্য আটক করেছে।
১৪ আগস্ট ২০২১ তারিখ ১৪০০ ঘটিকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যশোর রিজিয়নের আওতাধীন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাঙ্গা সীমান্ত ফাঁড়ীর টহল কমান্ডার নায়েব সুবেঃ মোঃ আবু তাহের পাটোয়ারী এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৭ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে (থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা) ভাদিয়ালী নামক স্থানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালে টহলদল ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে পাচারকালে ১২,২৮,৫০০/- টাকা মূল্যের ১১ কেজি ৭০০ গ্রাম ভারতীয় রুপার গহনা এবং ৫,০০০/- টকা মূল্যের একটি বাইসাইকেল ও ১,৫০০/- টাকা মূল্যের একটি মোবাইল ফোনসহ মোঃ ইব্রাহিম হোসেন (৫৬), পিতা-মৃত আকবর আলী, গ্রাম-দক্ষিণ ভাদিয়ালী, ডাকঘর কেড়াগাছি, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১২,৩৫,০০০/- টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কলারোয়া থানায় সোর্পদ এবং রৌপ্য সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছ।