খুলনা ব্যুরো:
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন; বর্তমান জ্ঞান বিজ্ঞান ও প্রতিযোগিতার যুগ। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশের ধারা অব্যাহত রাখতে হবে। তা হলেই দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার সীমানায় পৌঁছে যাবে।
অতীতের ধারা স্মরণ করে তিনি আরও বলেন; শিক্ষা দীক্ষায় উত্তর ডুমুরিয়া অনেক এগিয়ে রয়েছে। এ কারণেই শাহপুর মধুগ্রাম কলেজ সরকারি করণসহ বৃহৎ প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব লাইভ স্টক সায়েন্স এণ্ড টেকনোলজি প্রতিষ্ঠা করা হয়েছে। তাছাড়া কলেজটির উন্নয়নের ধারা আমার অব্যাহত থাকবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) সরকারি শাহপুর মধুগ্রাম কলেজে ৩দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া এবং সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন; কে মুসলিম আর কে হিন্দু এটা বড় কথা নয়। সবাইকে মানুষ হিসেবে মূল্যায়ন করে ভালোবাসতে হবে। বঙ্গবন্ধু কৃষক শ্রমিক মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন।
সরকারি শাহপুর মধুগ্রাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফারুক আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার রুমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২ নং রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খান শাকুর উদ্দিন, রংপুর ইউপি সদস্য চেয়ারম্যান বিমল কৃষ্ণ বসাক, ধামালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক, রুদাঘরা ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদ, অধ্যাপক শুভ খলিলুর রহমান, আঃ রউফ জোয়ার্দার, সহ: অধ্যাপক সামছুল হক, সহ: অধ্যাপক এম ডি জহুরুল হক, তাপস কুমার হালদার, এস এম মেসবাহুল আলম টুটুল, অধ্যক্ষ মাওলানা মহিব্বুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে পরিচালনা করেন সহ: অধ্যাপক শহিদুল ইসলাম, প্রভাষক সুবির বসু, জিনা মণ্ডল।
৩দিনের কর্মসূচির মধ্যে ১৫ মার্চ অন্তকক্ষ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, ১৬ মার্চ বিজ্ঞান মেলা ও সাহিত্য প্রতিযোগিতা এবং ১৭ মার্চ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। প্রধান অতিথি সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
–মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী