বিনামূল্যে মাস্ক বিতরন করবে পলিশ: স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা-বাণিজ্য পরিচালনার আহবান আইজিপির

আপডেট: মার্চ ১৮, ২০২১
0

করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা-বাণিজ্য পরিচালনার আহবান জানিয়েছেন আইজিপি ড.বেনজির আহমেদ।

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বৃহস্পতিবার (১৮ মার্চ) করোনাবিষয়ক এক সংবাদ ব্রিফিংয়ে এ নির্দেশনা দেন তিনি।

আইজিপি বলেন, করোনা নিয়ন্ত্রণে ২১ মার্চ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলায় উদ্বুদ্ধকরণ কর্মসূচি চালাবে বাংলাদেশ পুলিশ। করোনা প্রতিরোধে সবাইকে অবশ্যই মাস্ক পরে কাজকর্ম চালাতে হবে। মাস্ক ছাড়া যেন কেউ বাইরে বের না হয়। প্রয়োজনে বিনামূল্যো মাস্ক বিতরণও করবে পুলিশ।

জনসমাবেশ যদি করতেই হয় তবে তা অনুমতি নিয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে করতে হবে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক।