জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদের ছোট বোন সুমন ( ৫২) ইন্তেকাল করেছেন – ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । আজ সকাল ৯টায় তিনি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার স্বামী ২ ছেলে.ভাইবোনসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।
শওকত মাহমুদের ভাগ্নে (সুমনের বড় পুত্র) সৌরভ দেশ জনতা ডটিকমকে জানান , তার মা দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। গত ফেব্রুয়ারী মাসে তাকে বিএসএমএম-ইউ তে ভর্তি করা হয়েছিলো। সেখান থেকে তাকে গত ১লা মার্চ আবার এ এম জেড হাসপাতাল সিসিইউতে রাখা হয়েছিলো।
সৌরভ জানান, হাসপাতাল থেকে লাশ আগে তাদের মীরপুর বাসায় নেয়া হবে । সেখান থেকে তাদের নিজেদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় পারিবারিক গোরস্থানে বাদ মাগরিব জানাজা শেষে দাফন করা হবে।
বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদের ছোট বোনের মৃত্যুতে দেশ জনতা ডটকমের পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। একই সঙ্গে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।