বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে নোয়াখালীতে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: মার্চ ১৬, ২০২২
0

আজাদ ভূ্ঁইয়া, স্টাফ রিপোর্টার :

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে কাউন্সিল অব কনজিউমার রাইটর্স নোয়াখালী জেলা শাখার উদ্যোগে জেলা শহর মাইজদীতে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে কাউন্সিল অব কনজিউমার রাইটর্স নোয়াখালী শাখার উদ্যোগে মাইজদীতে বর্ণাঢ্য রেলী অনুষ্ঠিত হয়েছে। রেলিটি নোয়াখালী বার লাইব্রেরি সামনে থেকে শুরু করে জেলা জামে মসজিদ, প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে প্রদক্ষিন করে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

কাউন্সিল অব কনজিউমার রাইটর্স
বাংলাদেশ, নোয়াখালী জেলা শাখার সভাপতি এডভোকেট আবদুল মান্নান ভুঁইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখে এডভোকেট বেলায়েত হোসেন জসিম, এডভোকেট আবদুর রহিম চুন্নু, কাউন্সিল অব কনজিউমার রাইটর্স নোয়াখালী জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক আজাদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জাফর উল্যা, এডভোকেট আবুল হান্নান, এডভোকেট ইসমাইল হোসেন, এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, এডভোকেট রতন চন্দ্র মজুমদার প্রমুখ।

বক্তারা বলেন, দেশের প্রতিটি নাগরিকই ভোক্তা। তাই সকলকে আমাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে ।