বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বিকেলে এ তথ্য জানিয়েছেন। গুলশানে এক জরুরি সংবাদ সম্মেলনে আজ বিকেল পৌনে পাঁচটায় এ খবর জানান তিনি।
এর আগে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে খালেদা জিয়া করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে বলে রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম রিপোর্টও প্রকাশ করেছে।
এ বিষয়ে আজ রোববার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেছিলেন যে, এ বিষয়ে এখন পর্যন্ত অবগত নই। খালেদা জিয়ার করোনা নেগেটিভ না পজিটিভ তা জেনে অফিসিয়ালি জানাবো।