ব্যারিস্টার মওদুদ আহমেদের মৃত্যুতে মেয়র তাপসের শোক

আপডেট: মার্চ ১৬, ২০২১
0

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, প্রবীণ আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ কলেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ (মঙ্গলবার) এক শোকবার্তায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “ব্যারিস্টার মওদুদ আহমেদ একজন প্রথিতযশা আইনজীবী ছিলেন। একজন সংবিধান বিশেষজ্ঞ হিসেবে তিনি জীবনের নানা সময়ে সাংবিধানিক নানা বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।”

শোকবার্তায় ডিএসসিসি মেয়র মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।