ভারতের সঙ্গে চুক্তি ভেঙে গেছে : ১২মে’র আগেই চীন থেকে টিকা আসছে দেশে – পররাষ্ট্রমন্ত্রী

আপডেট: মে ৫, ২০২১
0

চীনের তৈরি করোনা ভাইরাসের টিকা ‘সিনোফার্ম’ ১২ মে’র আগেই দেশে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
আজ বুধবার ড. মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন. আগামী ১২ মে’র আগেই দেশে চীনের আসবে,বাংলাদেশকে জানিয়েছে চীন।

এর আগে গত মঙ্গলবার ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কোভিড-১৯ ভ্যাকসিন আনার চুক্তি ভেঙে গেছে বলে জানিয়েছেন করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আইন অনুযায়ী চুক্তি থেকে ভারতের বেরুনোর সুযোগ না থাকলেও তাদের মানুষদের অবহেলা করে বাংলাদেশকে ভ্যাকসিন সরবরাহ করবে এটাও মন্ত্রী আশা করেন না।

আইনগত- নৈতিক সকল দিক থেকেই আমাদের অবস্থান খুবই স্ট্রং। কিন্তু একটা বিষয় তো স্বীকার করতেই হবে— ভারতের যে দুরবস্থা আমরা দেখছি, সেটা তো কোনও আনন্দের বিষয় নয়। আমরা দুঃখিত। তারা তাদের ঘর যদি সঠিক না করে, সেটা তাদের নিজেদের জন্য মুশকিলের ব্যাপার। এক্ষেত্রে তারা তাদের নাগরিকদের অবহেলা করে বা বাদ দিয়ে যেটুকু ভ্যাকসিন তাদের রয়েছে, তা আমাদের সরবরাহ করবে তা আমি আশা করি না।’

তিনি বলেন, ‘ভারতের প্রতি আমাদের সমবেদনা আছে। আমরা পারলে তাদের সহায়তা প্রদান করবো। ভ্যাকসিন মিলছে না। অক্সিজেন মিলছে না। আশা করছি, এই অবস্থা আমাদের এখানে হবে না। ভারতের অবস্থা দেখে আমরা শিখছি।’