ক্রমাগত বর্ষণের ফলে এবং ভারতের উজানে সকল বাঁধ গুলোর গেট খুলে দেওয়ার কারনে প্রায় ১০টি জেলায় আকস্মিক ভাবে বন্যা পরিস্থিতির উদ্ভব হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি । শনিবার বিকেলে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সভায় নেতারা আরো বলেন অপরিকল্পিত এবং দুর্বল নির্মাণ কাজের কারনে সড়ক ও বাঁধ গুলো ভেঙ্গে যাওয়ায় জন-দূর্ভোগ বৃদ্ধি পেয়েছে। ব্যাপক ফসল হানি হওয়ায় কৃষকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সভায় এই সব বন্যা দূর্গত অঞ্চলে অবিলম্বে সরকারী ত্রাণ বিতরণ এবং জীবতলা ধ্বংস হয়ে যাওয়ায় নতুন বীজ সরবরাহের দাবী জানায়। উপদূত এলাকায় দলের নেতা-কর্মীদের যথা সম্ভব মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানানো হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,১. ড. খন্দকার মোশাররফ হোসেন২. ব্যরিস্টার জমির উদ্দিন সরকার৩. মির্জা আব্বাস
৪. বাবু গয়েশ্বর চন্দ্র রায় ৫. ড. আব্দুল মঈন খান৬. নজরুল ইসলাম খান ৭. মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৮. আমীর খসরু মাহমুদ চৌধুরী৯. বেগম সেলিমা রহমান ১০. ইকবাল হাসান মাহমুদ টুকু ।