মভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের করণীয় বিষয়ে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীদের অংশ গ্রহনে মাদক বিরোধী আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৬ মার্চ) বিকেলে ভূরুঙ্গামারী সরকারি কলেজ অডিটরিয়ামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম ও ভূরুঙ্গামারী সরকারি কলেজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন।
সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিদুল ইসলাম তুপুলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও কালের কন্ঠ শুভ সংঘের কুড়িগ্রাম জেলা শাখার উপদেষ্টা রাশেদুজ্জামান বাবু, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সরকার রকীব আহমেদ জুয়েল।
মাই টিভির ভূরুঙ্গামারী প্রতিনিধি মাইদুল ইসলাম মুকুল এর সঞ্চালনায় মাদক বিরোধী কুইজ প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
####
আমিনুর রহমান বাবু
তারিখ – ১৬/০৩/২০২২