ভূরুঙ্গামারীতে আমন ধানের বীজ ও সার বিতরন কার্যক্রমের উদ্ধোধন

আপডেট: জুন ২৮, ২০২১
0

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২০-২১ অর্থ বছরে কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ কাযক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে এসব বীজ ও সার বিতরন করা হয়। কৃষি স¤প্রসারণ অধিদপ্তর,কুড়িগ্রাম এর উপ-পরিচালক মন্জুরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি প্রনোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জালাল উদ্দিন মন্ডল, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা খামার বাড়ি কুড়িগ্রামের শামসুদ্দিন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, ইউ’পি চেয়ারম্যান রাজু আহম্মেদ খোকন সহ উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে সদর ইউনিয়নের রো ধানের মুড়ি ফসল কর্তন পরিদর্শন করেন।
জানা গেছে চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নের মোট ১ হাজার ২০০ জন কৃষকের মাঝে ২ হাজার কেজি উফসি, ১ হাজার ৬০০ কেজি হাইব্রীড জাতের ধান বীজ এবং ৩২ মেট্রিক টন ডিএপি ও এমওপি সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

##
আমিনুর রহমান বাবু