কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে হাফিজুর রহমান (৪৫) নামের এক মাদক কারবারি ও মাদক সেবনের দায়ে সোমবার (৪ জুলাই) ১ হাজার টাকা জরিমানা ও ১ মাসের জেল দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।হাফিজুর রহমান (৪৫) উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড়খাটামারী গ্রামের মৃত আব্বাছ আলীর পুত্র।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে হাফিজুর ওই দিন বিকেলে উপজেলা কোয়ার্টারে প্রবেশ করলে উপজেলা নির্বাহী কবাসভবনের নিরাপত্তায় দায়িত্বরত আনসার সদস্য এপিসি বেলাল হোসেনের নেতৃত্বে আনসার সদস্যরা তাকে আটক করে।
পরে তাকে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করল তার কাছে এক বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
পরে ইউএনও দীপক কুমার দেব শর্মার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত তাকে ১মাসের জেল ও ১ হাজার টাকা জরিমানা করেন।
###
৪/৭/২০২২