ভূরুঙ্গামারীতে গাজাসহ এক যুবককে আটক করে পুলিশে দিল স্হানীয়রা

আপডেট: আগস্ট ৫, ২০২২
0

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গাজাসহ এক যুবককে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করেছে স্হানীয় জনতা।
পুলিশ ও স্হানীয়রা জানায়, উপজেলার সদর ইউনিয়নের হাসপাতাল পাড়ার আপডেট ক্লিনিকের পাশে নুর ইসলামের বাসার পাশে বুধবার (৪ আগষ্ট) রাত আনুমানিক আটটার দিকে স্থানীয় জনতা নাগেশ্বরী উপজেলার পশ্চিম নাগেশ্বরী গ্রামের মোহাম্মদ আলীর পুত্র শাহানুর মিয়া(২৪) নামে এক যুবককে ২ গ্রাম গাঁজা ও গাজা সেবনের সরঞ্জামসহ আটক করে ভুরুঙ্গামারী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাঁজাসহ ওই যুবককে পুলিশের হাতে হস্তান্তর করে স্হানীয়
জনতা।
ভূরুঙ্গামারী থানার পরিদর্শক (তদন্ত) আজাহার আলী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন আটক যুবকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পুর্বক শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে।
####