ভূরুঙ্গামারীতে পারিবারিক সাইলো বিতরন

আপডেট: মার্চ ২১, ২০২২
0

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সূবর্নজয়ন্তী উপলক্ষে পারিবারিক সাইলো বিতরন করা হয়েছে। উপজেলার দশটি ইউনিয়নের ৫ হাজার পরিবারকে এই সাইলো প্রদান করা হয়।

সোমবার (২১ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার জয়মনিরহাট খাদ‍্য গুদাম কর্মকর্তা মামুন অর রশীদ এর সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও খাদ‍্য বিভাগ কতৃক আয়োজিত সাইলো বিতরন অনুষ্ঠানে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা,কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলী আকবর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, উপজেলা কৃষক লীগের সভাপতি ফরহাদ হোসেন ও চরভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।
####
আমিনুর রহমান বাবু