ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

আপডেট: জুন ২৬, ২০২২
0

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে “মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস/২২ পালিত হয়েছে। রবিবার (২৬ জুন) উপজেলা প্রশাসনের উদ‍্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই দিবসটি উপলক্ষে মানববন্ধন র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে এসে শেষ হয়।
পরে মাদকের কুফল তুলে ধরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন।এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্হিত ছিলেন।
###
২৬/০৬/২২