ভূরুঙ্গামারীতে মাদ্রাসায় আগুন দিল দূবৃত্তরা

আপডেট: আগস্ট ১৩, ২০২১
0

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি এবতেদায়ী মাদ্রাসায় আগুনে রাতের আঁধারে পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।।গত বুধবার(১১ আগষ্ট) দিবাগত রাতে পাইকের ছড়া শরীয়তূল্লাহ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় এ ঘটনা ঘটে।এতে মাদ্রাসার ঘর আসবাবপত্রসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের “পাইকেরছড়া শরীয়তূল্লাহ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায়” গত বুধবার দিবাগত রাতে ২ টার দিকে কে কারা আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।পরে মাদ্রাসার পাশের লোকজনের চিৎকারে এলাকাবাসী কয়েকঘন্টা চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়।কিন্তুু তার আগেই পুড়ে যায় মাদ্রাসাটির টিনের ঘর আসবাবপত্রসহ বিপুল পরিমান মালামাল।এতে মাদ্রাসার ক্ষতি হয় প্রায় ৪ লক্ষ
টাকা।

মাদ্রাসার প্রতিবেশি আজগর আলী ও শাহিন আলম জানান,বুধবার দিবাগত রাত ২ টার দিকে বাইরে বেরিয়ে হঠাৎ মাদ্রাসায় আগুন জ্বলতে দেখি।পরে চিৎকার দিলে আশ পাশের লোকজন এগিয়ে এসে অনেক চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়। আমাদের ধারনা কেউ হয়ত আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে
গেছে।
প্রধান শিক্ষক তাহমিনা বেগম বলেন মাদ্রাসার আগুন লাগার ঘটনা পাশের লোকজন আমাকে জানালে আমি সেখানে গিয়ে দেখতে পাই মাদ্রাসাটির ঘর আসবাবপত্রসহ সব কিছু পুড়ে গেছে।এতে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
মাদ্রাসাটির সভাপতি ও পাইকের ছড়া ইউপি চেয়ারম‍্যান আব্দুর রাজ্জাক সরকার বলেন,কেউ হয়ত মাদ্রাসায় আগুন লাগিয়ে দিয়েছে।আগুনে পুড়ে মাদ্রাসার ঘর আসবাবপত্রসহ প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।বিষয়টি আমি ইউএনও মহোদয়কে মৌখিকভাবে জানিয়েছি।
###
আমিনুর রহমান বাবু