ভূরুঙ্গামারীর সোনাহাট স্থল বন্দর শ্রমিকদের মিলনমেলা

আপডেট: অক্টোবর ১৭, ২০২১
0

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থল বন্দরে
“এসো মিলি সকলে মিলে, দুঃখ বিবাদ, বিভেদ ভুলে, আনন্দের এই মিছিলে” এমন প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে প্রায় দুই হাজার শ্রমিকের অংশগ্রহনে বর্ণাঢ্য আনন্দ শোভা যাত্রার মাধ্যমে কর্মসূচীর উদ্ভোধন করেন সোনাহাট স্থল বন্দর সিএন্ডএফ এজেন্টের সভাপতি ও স্থল বন্দর হ্যান্ডলিং এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সরকার রকীব আহমেদ জুয়েল।
অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল- ঠিকাদারী সংস্থা নাশিতা ট্রেডার্স লিমিটেডের এর উদ্যোগে শ্রমিকদের মাঝে গামছা বিতরণ, বনভোজন,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সোনাহাট স্থল বন্দর হ্যান্ডলিং এসোসিয়েশনের সভাপতি মোঃ হামিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিএন্ডএফ সাধারণ সম্পাদক ও নাগেশ্বরী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান, সোনাহাট স্থল বন্দরের সহকারী পরিচালক মোঃ গিয়াস উদ্দিন, সোনাহাট স্থল বন্দরের আমদানি ও রপ্তানি কারক সমিতির সভাপতি আবু তাহের ফরাজী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমূখ।
###
আমিনুর রহমান বাবু