মহিলা দলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

আপডেট: মার্চ ১৪, ২০২২
0
file photo

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। সোমবার (১৪ মার্চ) বেলা ১১ টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

এর আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে মহিলা দল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ মহিলা দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

এ সময় সভাপতির বক্তব্যে আফরোজা আব্বাস বলেন, বর্তমানে দেশে সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির পরে সরকারের মহল থেকে বলা হচ্ছে বিএনপি দ্রব্যমূল্য নিয়ে রাজনীতি করছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দুর্নীতি ও ভোট চুরির সরকার। স্বাধীনতার পর আওয়ামী সরকার যতবার ক্ষমতায় এসেছে, ততবারই জনগণের ভোট থেকে শুরু করে সকল অধিকার হরণ করেছে।

দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদ ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি কামনা করেন তিনি।

বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে কদম ফোয়ারার দিকে অগ্রসর হলে পুলিশি বাধার মুখে কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।